শেখ সোহেল, বাগেরহাট জেলা প্রতিনিধি
নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার (১৩ জুন) দুপুরে বাগেরহাট জেলা বিএনপির সরুই কার্যালয়ে জেলা বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা শাহেদ আলী রবি, মেহেবুবুল হক কিশোর, আতিয়ার সরদার, হাজরা আছাদুল ইসলাম পান্না প্রমুখ।
বক্তারা বলেন, মানুষ শেষ করার বাজেট দিয়েছে সরকার। এই বাজেটের ফলে নিত্য প্রয়োজনীয় প্রতিটি পন্যের দাম বেড়েছে। এমনিতেই যে দাম ছিল, এখনও আরও দাম বেড়েছে।
বর্তমানে মানষু বাজারে গিয়েও কাঁদে, আবার বাজার থেকে ফিরেও কাঁদে। এভাবে চলতে থাকলে মানুষ না খেয়ে মরবে। অতিদ্রুত চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় পন্যের দাম না কমালে জনগনকে সাথে নিয়ে এই সরকারের পতন ঘটাবে বিএনপি।
সমাবেশে জেলা বিএনপিসহ বিভিন্নসহযোগী সংগঠনের কয়েশ নেতাকর্মী অংশগ্রহন করেন। সমাবেশ শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিকামনার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।