রুহুল আমিন, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ।
মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েও অর্থাভাবে রক্তজনিত Chronic ITP রোগে দিন দিন বাঁচার আশা ক্ষীণ হয়ে আসছে ১২ বছর বয়সী অংকনের। জন্মের দুই বছরের মাথায় ধরা পড়ে অংকনের এ কঠিন রোগ। দেশে অনেক চিকিৎসকের চিকিৎসাও নিয়েছে।
এ পর্যন্ত অংকনের পরিবার প্রায় ২০ লাখ টাকা চিকিৎসার জন্য ব্যয় করেছে। চিকিৎসকরা বলছেন, তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যেতে হবে। এজন্য প্রচুর অর্থ প্রয়োজন। অংকনের পরিবারের পক্ষে এত টাকা সংগ্রহ করা সম্ভব নয়। অংকনের বাড়ি মানিকগঞ্জ সদরের টিনপট্টি এলাকায়।
অংকনের চিকিৎসায় সহযোগিতার জন্য তার বাবা সেতু তালুকদারের ০১৭১৫৯৩৬১৯৬ নম্বরে যোগাযোগ করতে পারেন।