স্বীকৃতি বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ
সীমান্তবর্তী যশোর জেলার চৌগাছা থানায় ১ শত ২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মামুন হোসেন (২৩) কে গ্রেফতার করে চৌগাছা থানা পুলিশ। গ্রেফতারকৃত মামুন ঐ থানার আন্দুলিয়া গ্রামের আবু জাফরের ছেলে।
ঘটনার বিবরণ অনুযায়ী আজ (১২ জুন) রবিবার আনুমানিক রাত পোনে নয়টায় অফিসার ইনচার্জ চৌগাছা থানা, যশোরের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ)/ মোঃ মেহেদী হাসান ও এসআই (নিঃ)/ বিপ্লব সরকার এর নেতৃত্বে চৌগাছা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা চৌগাছা থানাধীন টেংগুরপুর গ্রামের টেংগুরপুর মোড়স্থ জনৈক মোঃ মিন্টু খান এর চায়ের দোকানের সামনে চৌগাছা টু মহেশপুর গামী পাঁকা রাস্তার উপর হতে ১০২ বোতল ফেনসিডিল সহ আসামী মোঃ মামুন হোসেনকে গ্রেফতার করেন।
এ সংক্রান্ত বিষয়ে এসআই বিপ্লব সরকার বলেন, যশোর জেলাকে সন্ত্রাস,চাঁদাবাজ ও মাদকমুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে কেলা পুলিশের বিশেষ টীম।তারই ধারাবাহিকতায় চৌগাছা থানায় আজকের এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকমুক্ত করার লক্ষ্যে ভবিষ্যতে আরও মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হবে।
এ সংক্রান্ত বিষয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।