প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৪, ৩:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২২, ৬:৪১ পি.এম
কচুয়ায় ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।।
কচুয়ায় ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক সোহরাপ হওলাদার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
১২ জানুয়ারি (রবিবার) সকালে বাগেরহাট-মোড়েলগঞ্জ সড়কে যশোরদির পিংগুরিয়া এলাকায় ভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনা স্থলে সোহরাপ হাওলাদার মারা যায়। নিহত ঐ ব্যাক্তি পিংগুরিয়া এলাকার মৃত রুস্তম হাওলাদারের ছেলে।মটর গাড়ি চালক আরিফুর হাচান (১৯) কে তার মোটর সাইকেল সহ কচুয়া থানা পুলিশ আটক করেছে। আটক মোটরসাইকেল চালকের বাড়ি মোড়েলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামে।
এ রির্পোট লেখা পর্যন্ত নিহতের লাশ কচুয়া থানা হেফাজতে রয়েছে।কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, মোটর সাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনা স্থলে গিয়ে নিহতের লাশ ও ঘাতক মটর সাইকেলটি উদ্ধার করেছি মোটরসাইকেল চালক আমাদের হেফাজতে আছেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।