মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়ায় কর্মবিরতি ও মানববন্ধন পালিত হয়েছে।
রোববার (১২ জুন) সকালে কলেজ সড়কে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি মঠবাড়িয়া সরকারি কলেজ ইউনিটে এ কর্মসূচির আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রফেসর গোলাম মোস্তফা। প্রতিবাদ সভায় সরকারি কলেজের সহকারী অধ্যাপক পবিত্র কুমার মন্ডল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি মঠবাড়িয়া সরকারি কলেজ ইউনিট শাখার সভাপতি শতাব্দী রানী, সাধারণ সম্পাদক মিল্টন কুমার ঢালী, প্রভাষক মোহসেনুল মান্না প্রমূখ।