মোঃ অপু খান চৌধুরী।।
ব্রাহ্মণপাড়া উপজেলার শশিদল ও চান্দলা ইউনিয়নে, উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা’র নেতৃত্বে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় মাদক সেবন করে বিরক্তিকর আচরণ করার দায়ে ৭ মাদকসেবীকে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক নিয়ন্ত্রণে চলমান মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে উপজেলার শশিদল ইউনিয়নে ১ জন ও চান্দলা ইউনিয়নে ৬ জনকে ফেন্সিডিল সেবনরত অবস্থায় বিরক্তিকর আচরণ করে ।
এসময় ফেন্সিডিল সেবন করে বিরক্তিকর আচরণ করায় শশিদল ইউনিয়নের আশাবাড়িতে মুশফিকুর রহমান মিনহাজকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন। এছাড়া নেশাগ্রস্ত অবস্থায় বিরক্তিকর আচরণের দায়ে চান্দলায় মোঃ রেজাউল সরকার, বিমল চন্দ্র সরকার, মোঃ দুলাল মিয়া, মোঃ মফিজুল ইসলাম, মোঃ আনু মিয়া, মোঃ স্বপন খান প্রত্যেককে ১০ (দশ) দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে সহকারী কমিশনার (ভূমি), জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।