মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় টিভি দেখার সময় জয়দল হোসেন (৫০) নামে এক অটোরিক্সা চালকের মৃত্য হয়। নিহত জয়দল হোসেন সাহেবাবাদ ইউনিয়নের টাকুই গ্রামের মৃত নিয়ত আলীর ছেলে। আজ (১২ জুন) দুপুরে তার নিজের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ছেলে আমজাদ হোসেন ও তার ভাই তফাজ্জল হোসেন জানান জয়দল হোসেন রোববার দুপুরে ২.৩০ মিনিটে অটোরিকশা চালিয়ে বাড়ি ফিরে। ঘরে প্রবেশ করে ভাত খেতে বসে টিভি অন করে। এসময় টিভিতে সমস্যা দেখা দিলে তিনি টিভির পিছনে হাত দিলে বিদ্যুৎ এর তারে জড়িয়ে যায়। তার ছেলে আমজাদ হোসেন বুঝতে পেরে বিদ্যুৎ এর লাইন বন্ধ করে দেন। তাকে উদ্ধার করে বাড়ির লোকজন দ্রুত বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডা.মোঃ মোস্তফা কামাল তাকে মৃত্যু ঘোষণা করেন।