ভান্ডারিয়া প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়ন জতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক লিটন তালুকদার (৪০) সন্ত্রাসী হামলার শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে তিনি এ হামলার শিকার হয়ে গুরুত্বর অবস্থায় ভান্ডারিয়া হাসপাতালে ভর্তি হন। আহত লিটন তালুকদার উপজেলার তেলিখালী গ্রামের জালাল তালুকদারের ছেলে।
ভুক্তভোগী লিটন তালুকদার জানান, গতা বৃহস্পতিবার সন্ধ্যা তেলিখালী বাজারে যাওয়ার পথে স্থানীয় হাকিম তালুকদারের ছেলে ছাত্রলীগ নেতা মাসুম তালুকদারের নেতৃত্বে ৬/৭ জন মুখোশধারী লোক আমার ওপর হাতুড়ি ও লাঠিসোটা দিয়ে সন্ত্রাসী হামলা করে হত্যার চেষ্টা চালায়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে মারাক্তক ফুলা জখম হন।
এক মহিলার সাহায্যে আমি প্রানে বেচেঁ যাই। ওই মহিলাও তাদের হামলায় আহত হয়েছে। আহত লিটন তালুকদারকে ভান্ডারিয়া হাসপাতালে দেখতে যান জাতীয় পার্টি জেপির নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: মাহিবুল হোসেন মাহিম এবং উপজেলা যুব সংহতির সেক্রেটারী মো: মামুন সরদার।