মোঃ শাহিন হাওলাদার,
মির্জাগঞ্জ পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অবহিতকরণ ও প্রস্তুতিমূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুন) বিকাল ৪ টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস এর সভাপতিত্বে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক তৃতীয় পর্যায়ে (সর্বশেষ) মির্জাগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে স্থানীয় সুধীজন, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবা দিক ও উপজেলা টাস্কফোর্স কমিটির সমন্বয়ে অবহিতকরণ ও প্রস্তুতিমূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আতাহার উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মো জসিম উদ্দিন জুয়েল বেপারী, সহ-সভাপতি মো.ইসমাইল হোসেন মৃধা, প্রফেসর মো.ইউনুস আলী সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দেবনাথ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হাসিনা বেগম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ মল্লিক, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.মনিরুল ইসলাম, অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা। সভায় জানানো হয়, মির্জাগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন করার লক্ষ্যে তৃতীয় পর্যায়ে ( সর্বশেষ ) ৩৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হবে।