রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতাঃ বড় ভাই ফয়সাল মাল রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি, ছোট ভাই কাউছার মাল লক্ষীপুর জেলা যুবদলের কার্যনির্বাহী সদস্য এ নিয়ে আওয়ামীলীগ ও বিএনপি উভয় দল এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
সংগঠনের কয়েকজন নেতা-কর্মী সাংবাদিকদের ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হওয়ার সুযোগে ফয়সাল মাল পৌর নির্বাচনে সোনাপুর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়। সেই ফয়সাল মালের ছোট ভাই কাউছার মাল জেলা যুবদলের সদস্য নির্বাচিত হওয়ায় সত্যেই দু:খজনক।
এক ভাই ছাত্রলীগ অন্য ভাই যুবদলের নেতা ও তার তাদের বাবা বিএনপি নেতা পরিবারটি জেন্টল ম্যান এগ্রিম্যান্টের রাজনীতি করে আসছে। তবুও পরিবারটি একটি অদৃশ্য শক্তি বলে এভাবে পদপদবি রাজনীতি করছে। অথচয় দলের দূর্দিনের নির্যাতিত ত্যাগী কর্মীরা অবমূল্যায়িত হয়ে দিন দিন হারিয়ে যাচ্ছে। দলের উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতারা এ ব্যাপারে ব্যবস্থা গ্রহন করা অতিব জরুরি। না হয় একদিন এসব ব্যালেন্ধেসচর রাজনীতির নেতাদের কারনে দলকে মাসুল দিতে হবে।