সজীব হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলায় একটি গভীর নলকুপের ঘরের সামনে অজ্ঞাতনামা (৭৫) এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। ১১ জুন শনিবার বিকেলে আদমদীঘির তিয়রপাড়া মৌজার জনৈক শফির উদ্দিনের গভীর নলকুপের (ডিপ) মেশিন ঘরের সামনে থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। মরদেহের পড়নে প্রিন্টের লুঙ্গি ও সাদা গেঞ্জি মাথার নিকট সেন্ডেল ও পাশে টিশার্ট পড়ে ছিল। তার মুখে মেহেদী দেয়া দাঁড়ি রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত শনিবার সন্ধ্যায় আদমদীঘির কায়েতপাড়া গ্রামের জনৈক শফির উদ্দিনের তিয়রপাড়া মৌজায় অবস্থিত একটি গভীর নলকুপের (ডিপ) মেশিন ঘরের সামনে অজ্ঞাতনামা ওই বৃদ্ধার মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে আদমদীঘি থানায় খবর দেন। রাত ৮টায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, এঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।