প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৪, ৩:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২২, ১১:১২ পি.এম
নাগরপুরে প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস পালন
সোলায়মান, নাগরপুর উপজেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত হয়েছে। শনিবার সন্ধ্যায় এমপি আহসানুল ইসলাম টিটুর কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.আজিম হোসেন রতনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. সজীব মিয়ার পরিচলায় আলোচনা সভা বক্তব্য রাখেন সেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন, সাধারন সম্পাদক মো.ফারুক হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান তুহিন।
উল্লোখ্যঃ- ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান শেখ হাসিনা।
শেখ হাসিনার কারামুক্তি ও গণতন্ত্রের মুক্তি দিবস উপলক্ষে ছাত্রলীগ নানা কর্মসূচির করেছে।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস শনিবার। দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি।
সেনাসমর্থিত ওয়ান-ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেপ্তার হয়েছিলেন শেখ হাসিনা। সেই কারাগারের ভেতর তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন বিদেশে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।