""টাংগুয়ার হাওর""
টাংগুয়ার হাওর
মেঘালয়ের কূল ঘেষে. আছে এক বিল.
হেমন্তে দেখবেন শুধু. লাল সবুজ আর নীল।
অপরুপ সৌন্দর্য দেখে. কেটে যায় যে বেলা.
আজব এই বিলটি আছে. সুনাম গন্জ জেলা।
টাংগুয়া নিয়ে গল্প বলতে. আসে অনেক কথা.
থাকে নিয়ে রয়েছে নাকি. অনেক রুপ কথা।
ছয় কুড়ি বিল আর. নয় কুড়ি কান্দা.
সেখানে রয়েছে শুনি টাংগুয়ার. মানুষের জীবন বান্ধা।
উখঁলা বনে রাজ হাস গুলি. বাসায় পাড়ে ডিম .
খাগড়ার ঝোঁপে রোদ পোহাচ্ছে. কাটুয়া আর কাছিম।
ঐ দেখা যায় হিজঁল গাছে. একি বাপরে বাপ.
বড় ঢালে বসে আছে. অজগর এক সাপ।
পান কৌড়িরা পানিতে. ডুব দিয়ে মাছ ধরে.
রোদে তারা শুকায় ডানা. আবার নামে জলে ।
ডাহুক পাখি সুন্দর ডাকে. আরও ডাকে কুড়ো.
চিল গুলি সব দেখতে তাজা. শকুন গুলি বুড়ো।
শিয়াল গুলি লুকিয়ে থাকে. নল খাগড়ার মাজ.
দেখতে পেয়ে উড়ে আসে. কাকাতুয়া আর বাজ ।
বানরেরা বসে থাকে. উচুঁ গাছের ঢালে.
আপনাকে সে ঢর দেখাবে. ভয়ে পড়বেন খালে।
সেথায় আরো দেখতে পাবেন. হরেক রকম মাছ.
জলের মাজে দাড়িয়ে আছে. রংবে রংয়ের গাছ।
সন্ধা হলে যায় যে দেখা. কোটি পাখির খেলা.
নানা রংঙের গান গায় যেন. আজব কোন মেলা।
রাএ হলে হাকে ডাকে. ভীষণ ও অদ্ভুত.
চিৎকার দেয়. হুঙ্কার দেয়. জ্বীন পরী আর ভুত।