আশরাফুর রহমান, স্টাফ রিপোর্টার মাদারীপুর:
মাদারীপুরের কালকিনিতে প্রান্তিক পর্যায়ে ডিজিটাল সেবা নিশ্চিত করনে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অনলাইনে হোল্ডিং এন্ট্রিং, অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইন নামজারী বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ জুন) সকালে উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও উপজেলা পরিচালনা এবং উন্নয়ন প্রকল্প-স্থানীয় সরকার বিভাগ জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সীর (জাইকা) সহায়তায় উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসুচীর আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশন ভূমি মোঃ ইমরান খানসহ সকল ইউনিয়ন ভূমি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিব, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন বিভাগের কর্মকর্তা বৃন্দ।