মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ৬ষ্ট শ্রেনিতে পড়–য়া এক ছাএী। শুক্রবার (১০জুন) রাত ১১টায় গুলিশাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দুর্গাপুর গ্রামে গোপনে ওই ছাএীর বাবার বাড়িতে বিয়ের আয়োজন চলছিলো। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত ঘটনাস্তলে ছুটে যান। ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্যবিবাহটি পন্ড করে দেন। শেষে ওই শিক্ষার্থীর পরিবারকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝানো হয়।
এসময় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী ১৮ বছর পূর্ন না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না মর্মে মেয়ের অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। ভ্রাম্যমান আদালতে সার্বিক সহযোগিতা করেন মঠবাড়িয়া থানা পুলিশ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো: ইব্রাহীম, ইউনিয়ন চেয়ারম্যান, মহিলা বিষয়ক কর্মকর্তা উপস্তিত ছিলেন।