আসাদুর রহমান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলনের সাধারন সম্পাদক প্রার্থী স্বপন কুমার সূত্রধরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জুন) জুন গভীর রাতে উপজেলার বেলতৈল ইউনিয়নের বেতকান্দি গ্রামে শ্রী শ্রী গজেন্দ্রনাথ সেবা আশ্রম সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় স্বপন কুমার সূত্রধরকে উদ্ধার করে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে তার শারীরীক অবস্থার অবনতি ঘটলে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার সভাপতি রতন বসাক, সাধারন সম্পাদক মানিক সরকার, সাংগঠনিক সম্পাদক দীপক মূখার্জী, দফতর সম্পাদক অসীম কুমার রায়, প্রচার সম্পাদক ভরত সাহাসহ এলাকাবাসী জানায়, ‘বৃহস্পতিবার রাত ১ টার দিকে উপজেলার বেলতৈল ইউনিয়নের বেতকান্দি গ্রামে শ্রী শ্রী গজেন্দ্রনাথ সেবা আশ্রমে নামযজ্ঞ কীর্ত্তন চলাকালে বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বড় বেতকান্দি গ্রামের অতুল গোবিন্দ সাহা (৬০)’র নির্দেশে তার ছেলে সমীর কুমার সাহা(৩৫)’র নেতৃত্বে অসীত সাহা (৩০), ডা: গোপাল সাহা (৩৫), লিটন কুমার সাহা (৪৫),সঞ্জয় সাহা (৩৬)সহ ৮/১০ দেশীয় ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত স্বপন কুমার সূত্রধরের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ হামলাকারীদের বারণ করলেও তা উপেক্ষা করে নেতৃবৃন্দের সামনেই এ ন্যাক্কারজনক ঘটনা ঘটায়।
আহত স্বপন কুমার সূত্রধরের বড়দাদা তপন কুমার সূত্রধর জানান, আজ শুক্রবার (১০ জুন) বেলতৈল ইউনিয়ন পূজা উযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবার কথা ছিলো কিন্তু গতকাল তা স্থগিত করা হয়। এ সমে¥লনে স্বপন সাধারন সম্পাদক পদপ্রার্থী হওয়ায় ক্ষিপ্ত হয়ে বর্তমান সভাপতি অতুল গোবিন্দ সাহা ও তার সন্ত্রাসী দলবল হামলা চালিয়ে তাকে হত্যার চেস্টা করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি এবং এর উপযুক্ত বিচার দাবী করছি।’
অন্যদিকে, এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।