মোঃ গোলাম মহিউদ্দিন মুন্সী,
কুমিল্লা, দেবিদ্বার প্রতিনিধি।
জনশুমারি -২০২২ পরিচালনার নিমিত্তে সুপারভাইজর ও গণনাকারীগণের ৪ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার আজ ৩য় দিন। আগামিকাল রোজ রবিবার ১২/০৬/২০২২ ইং প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে।
প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন- প্রশিক্ষকঃ তারিকুল ইসলাম রনি (জোনাল অফিসার) এবং আইটি প্রশিক্ষকঃ লভ কিশোর দে।
উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষনার্থী ও সুপাভাইজরগণ সতস্ফুর্তভাবে প্রশিক্ষণ নিচ্ছেন। কর্মশালায় সুপারভাইজর ১০ জন এবং গণনাকারী ৫৮ জন অংশ গ্রহন করেছেন। সকাল ৯.০০ টা থেকে বিকাল ৫.০০টা পর্যন্ত প্রশিক্ষণ পরিচালিত হয়।
শ্লোগানঃ জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন।
প্রশিক্ষণে প্রশিক্ষনার্থীদের একটি ফাইল, পেড, টেবলেট ও একটি ছাতা প্রদান করা হয়।
১৫/০৬/২০২২ ইং তারিখ থেকে শুমারির কার্যক্রম শুরু হবে। শুমারি চলাকালীন গণনাকারী হাতে থাকা টেবলেটের মাধ্যমে ৩৫ টি তথ্য লিখে সংযুক্ত করবেন এবং অন্যান্য তথ্য ৪৫ টি তথ্য টিক মার্ক করবেন একটা খানার তথ্য পুরনে একজন গণনাকারীর সর্ব নিন্ম ১৫/১৭ মিনিট লাগবে। তথ্য সংযুক্ত হয়ে গেলে সার্ভারে প্রেরন পূর্বক একটি খানার কাজ শেষ হবে।
প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেনঃ উপজেলা পরিসংখ্যান অফিস, দেবিদ্বার, কুমিল্লা।