ফেনী জেলা প্রতিনিধিঃ জাহিদ হাসান চৌধুরী
ফেনী মডেল থানা পুলিশের একটি চৌকষ পুলিশ টিম পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের বিশেষ নির্দেশনা ফেনী মডেল থানার ওসি তদন্ত আব্দুর রহিম সরকারের নেতৃত্বে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে স্টার গোল্ড আবাসিক হোটেল থেকে আট রোহিঙ্গাকে আটক করে।
পরে আট রোহিঙ্গার বিরুদ্ধে ফেনী মডেল থানায় বিদেশি নাগরিক অনুপ্রবেশ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালত আটককৃত আট রোহিঙ্গাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি তদন্ত আব্দুর রহিম সরকার জানায়, আটককৃত আট রোহিঙ্গা দীর্ঘদিন ধরে শহরের এসএসকে রোডস্থ স্টার গোল্ড হোটেলে অবস্থান করছে এবং শহরের বিভিন্ন জায়গায় অপরাধ কর্ম করার জন্য ছক কষছিল, এমতাবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পেয়ে তাদেরকে স্টার গোল্ড হোটেল থেকে আটক করতে সক্ষম হই।