প্রেস বিজ্ঞপ্তি
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন মোগরাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ (পঞ্চাশ) বোতল ফেনসিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ী র্যাব-১১ কর্তৃক গ্রেফতার।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ধঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১০ জুন ২০২২ তারিখে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন মোগরাপাড়া এলাকায় একজন মাদক ব্যবসায়ী ফেনসিডিল নিয়ে অবস্থান করছে।
উক্ত সংবাদ প্রাপ্তির পর উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ রবি হোসেন (২১), পিতা- মোঃ সবুজ, মাতা-শাহিনুর, সাং-মঙ্গলের গাঁও, কান্দাপাড়া, ১নং ওয়ার্ড, থানা- সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ’কে ৫০ (পঞ্চাশ) বোতল ফেনসিডিল উদ্ধার সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। --বার্তা প্রেরক-- এ কে এম মুনিরুল আলম স্কোয়াড্রন লীডার উপ-পরিচালক কোম্পানী কমান্ডার র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ মোবাইল- ০১৭৭৭৭১১১১১
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]