প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৪, ২:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২২, ৭:৩২ পি.এম
মাদারীপুরের কালকিনিতে রাতের আধারে ঘরে ঢুকে দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ী আহত।
আশরাফুর রহমান, স্টাফ রিপোর্টার মাদারীপুরঃ
মাদারীপুরের কালকিনিতে রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তদের হামলায় গরু ব্যবসায়ী জুলহাস হাওলাদার আহত হয়। বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১ টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, জুলহাস হাওলাদার (৪৫) উত্তর রমজানপুর গ্রামের আবুল হাওলাদারের ছেলে। প্রতিদিনের মত তিনি খাওয়া দাওয়া শেষে রাতে ঘুমিয়ে পড়েন। দুর্বৃত্তরা সিধ কেটে ঘরের ভিতর প্রবেশ করলে তিনি দু্র্বৃত্তদের উপস্থিতি টের পান এবং তিনি চিৎকার শুরু করলে ৪-৫ জন দুর্বৃত্ত মিলে তাকে এলোপাথারী কোপানো শুরু করে সে কোন রকমে ঘর থেকে বেড় হয়ে এসে বাহিরে চিৎকার দিলে এলাকার লোকজন ঘটনা স্থানে আসার টের পেয়ে দু্র্বৃত্তরা পালিয়ে যায়। জুলহাস হাওলাদার মারাত্মক ভাবে আহত হয়। পরে তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে তার স্ত্রী নুরজাহান বেগম বলেন - আমরা রাতে ঘুমিয়ে পড়ি হঠাৎ মুখোশ পড়া ৪-৫ জন লোক আমাদের ঘরের মধ্যে দেখতে পাই। আমরা চিৎকার চেঁচামেচি করার সাথে সাথেই আমার স্বামীর উপর আক্রমন শুরু করে আর বলতে থাকে তোকে মেরেই ফেলবো। আর আমার গলায় থাকা স্বর্নের চেইনটা থাবা দিয়ে নিয়ে যায়। আমাদের সাথে কারো কোন পূর্ব শত্রুতা ও জমি নিয়েও কোন বিরোধ নাই। মুখোশ পড়া ছিলো তাই আমরা কাউকে চিনতে পারি নাই।
স্থানীয় ইউপি সদস্য নাসিরউদ্দিন বলেন, খবর পেয়েই ঘটনা স্থলে যাই এবং সিধ কেটে ঘরে ঢোকার সত্যতা পাই বিষয়টি খুবই দুঃখজনক।
কালকিনি থানার অফিসার ইনচার্জ শামীম হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাতেই খবর পাওয়ার সাথে সাথে ফোর্স নিয়ে ঘটনা স্থলে যাই। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন-আনুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।