মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: ভারতের বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও বিজেপি দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ( সা:) এবং মা আয়শা (রাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ফেটে পড়েছে পিরোজপুরের মঠবাড়িয়ার তৌহিদী জনতা।
শুক্রবার আসর নামাজ বাদ মঠবাড়িয়া পৌর ভবনের সামনে তৌহিদী জনতার উদ্যোগে এক বিরাট প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা যুবলীগ সভাপতি মো. শাকিল আহমদ নওরোজ এর সভাপতিত্তে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্তানীয় সংসদ সদস্য ও সরকারী ক্রয় কমিটির সভাপতি ডা. রুস্তম আলী ফরাজী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামে মসজিদেও পেশ ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান, দ: বন্দও জামে মসজিদের খতিব মাওলানা মো. শাহজালাল, টিকিকাটা নূরীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর, উপজেলা আ’লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফজলুল হক মনি, ইসলামী আন্দোলন নেতা মহিউদ্দিন আহমেদ লাবু মৃধা, জামায়াত নেতা মো. আবুল কালাম আজাদ, মাওলানা মো. ওবায়দুল্লাহ ও মাওলানা মো. মোস্তাফিঝ প্রমূখ। এছাড়া ধানীসাফা বাজার ও বড় মাছুয়া বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।