শাহাদাত হোসেন অপু, শ্রীমঙ্গল, মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বিভিন্ন সংগঠনের ব্যানারে ভারতের বিজেপির কেন্দ্রীয় কমিটির নারী নেত্রী কতৃক মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর নামে কটূক্তির প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুন) বাদ জুমা শ্রীমঙ্গল থানা জামে মসজিদের সামনা থেকে ও রেলওয়ে স্টেশন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় চৌমুহনীতে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। এতে অংশগ্রহণ করেন শহর ও শহরতলীর বিভিন্ন মসজিদের সাধারণ মুসল্লি, মাদ্রাসার শিক্ষক, স্কুল, কলেজ এর শিক্ষার্থীরা
এসময় তারা মহানবী হজরত মুহাম্মদ (সঃ) কে কটুক্তি করার প্রতিবাদে নানাবিধ স্লোগান দিতে থাকেন এবং বক্তারা বলেন, আমরা চাই আমাদের কলিজার টুকরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে ও উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা (রা:) এর শানে এবং বিভিন্ন সময় ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যে বা যারাই অবমাননাকর মন্তব্য করবে বা হেয়প্রতিপন্ন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ শ্রীমঙ্গলের তৌহিদী জনতা এর সমচিন জবাব দিতে প্রস্তুত থাকবে সবসময়। আর আমরা চাই ঐ দুই কুলাঙ্গারদের দ্রুত সময়ে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে।
আর যদি এমন না হয় তাহলে ভারতীয় পন্য বর্জন সহ আগামীতে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে। তবে খোঁজ নিয়ে জানা যায়, শ্রীমঙ্গলে আজ সাংগঠনিকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা দেয় সর্বস্তরের তৌহিদী জনতা, সিরাজনগর দরবার শরীফ ও বাংলাদেশ মুসলিম যুব ঐক্য পরিষদ শ্রীমঙ্গল, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, যুব সেনা, ইসলামী ফ্রন্ট।