সজীব হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে শামিম (৩০) নামের এক লম্পট বাড়িতে একা পেয়ে এক প্রবাসির স্ত্রীকে ধর্ষনের চেষ্টা করেছে। শামিম আদমদীঘির ডহরপুর গ্রামের মহির উদ্দিনের বিবাহিত ছেলে। গত ৭ জুন মঙ্গলবার সকাল ৯টায় আদমদীঘির ডহরপুর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে গত ৮ জুন বুধবার রাতে আদমদীঘি থানায় ভিকটিম নিজেই বাদি হয়ে শামিম ও তার ভাই শফিকুল ইসলামকে আসামী করে এই মামলা দায়ের করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামী গ্রেফতার হয়নি। মামলা ও স্থানীয় সুত্রে জানাযায়, আদমদীঘির ডহরপুর গ্রামের এক ব্যক্তি তার স্ত্রী ও এক সন্তান রেখে প্রায় ৩ বছর আগে চাকুরি সুবাদে সৌদি আরবে যান। এদিকে স্বামী প্রবাসে থাকার সুযোগে একই গ্রামের শামিম ওই প্রবাসির স্ত্রীকে উত্যক্ত ও নানা ভাবে কু-প্রস্তাব দিত।
তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় শামিম ভয়ভীতি প্রদর্শন করতো। গত ৭ জুন মঙ্গলবার সকালে গৃহবধু তার বাড়িতে একা সাংসারিক কাজ করার সময় শামিম টিনের বেড়ার প্রাচীর টপকিয়ে বাড়িতে প্রবেশ করে প্রবাসির স্ত্রীকে পিছন থেকে ঝাপটে ধরে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টা করে।
এসময় গৃহবধুর চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে লম্পট শামিম পালায়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী গ্রেফতার তৎপরতা চলছে। তিনি আরো জানান এ বিষয়ে আদমদীঘি থানায় ভিকটিম এজাহার দায়ের করেছেন যাহার নাম্বার-০৭ / তারিখঃ ০৮/০৬/২০২২ইং
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]