প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৪, ১১:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৯, ২০২২, ৯:৪৯ পি.এম
বালাগঞ্জে দেশ মেডিকেয়ার-এর শুভ উদ্বোধন শুক্রবার
সাইদুল ইসলাম বালাগঞ্জ সিলেট প্রতিনিধি :: স্বাস্থ্য সেবার নতুন দিগন্ত উন্মোচন করে অত্যাধুনিক সেবার মান নিয়ে শুক্রবার থেকে বালাগঞ্জ উপজেলায় পথচলা শুরু করছে দেশ মেডিকেয়ার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করবেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
১০ জুন শুক্রবার বিকাল ৫টায় বালাগঞ্জ বাজারের ডাকবাংলো পয়েন্টে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হেপি দাস, সহকারী কমিশনার ভূমি সুমাইয়া ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া, থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী, উপজেলা সমাজসেবা অফিসার জুয়েল আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, বাজার বণিক সমিতির সভাপতি মো. জুনেদ মিয়া, সাধারণ সম্পাদক কাওছার আহমদ।
অনুষ্ঠানে সকলের স-বান্ধব উপস্থিতি কামনা করেছেন, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ম.আ মুহিত।
উদ্বোধনের সবধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আলী আমজাদ ভুঁইয়া বলেন- সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা রোগীদের সেবা দিতে আমরা প্রস্তুত রয়েছি।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটির সেবা সমূহের মধ্যে রয়েছে, বর্হিবিভাগে স্বল্প মূল্যে চিকিৎসা সেবা প্রদান। ২৪ ঘণ্টা আল্ট্রাসনোগ্রাম সুবিধা। সম্পূর্ণ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, ফিজিও থেরাপি সেন্টার, ফার্মেসী, ডাক্তার কনসালটেশন সেন্টার, ডায়াবেটিস অ্যান্ড ফুট কেয়ার সেন্টার।
এছাড়া বর্হিবিভাগ ও ডে কেয়ার সার্ভিস সমূহ হলো, ব্লাড ট্রান্সফিউশন, সকল প্রকার ডেসিং, নেবুলাইজেশন, ক্যাথেটারাইজেশন ইত্যাদি।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।