ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,, যোগাযোগ: মোবাইল : 01712-446306, 01999-953970
ব্রেকিং নিউজ ::
জেলা বিএনপিতে পাপলুর স্থগিত, দলীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ লালপুরে কৃষি বীজ, চেক ও সেলাই মেশিন বিতরণ ভেজাল ও মেয়াদোত্তীর্ণ সেমাই এবং অনুমোদনহীন ও নকল বৈদ্যুতিক তার উৎপাদন, মজুদ ও বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা অভিনব কায়দায় ০২ টি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের মধ্যে ইয়াবা পাচারকালে ইয়াবাসহ ০৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১ কুমিল্লায় র‌্যাব সদস্যের সহযোগিতায় প্রাণ বাঁচলো ছোট শিশু ইসরাতের র‌্যাব-১ এর ভ্রাম্যমাণ অভিযানে ০২ টি খাবার তৈরী প্রতিষ্ঠান এবং ০২ টি আয়রন রড, শীট বিক্রয় প্রতিষ্ঠান’কে জরিমানা ভান্ডারিয়ায় ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীতে এসআইয়ের ওপর মাদক কারবারির হামলা পুর্বের কমিটি বিলুপ্ত করে ৩১ সদস্য বিশিষ্ট পীরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি গঠিত হয়েছে যশোরে দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চেম্বার উদ্বোধন বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের কন্ট্রোলারের শ্রদ্ধা মুলাদীতে সিনিয়র আইনজীবি মজিবুর রহমান দুলালের মৃত্যুতে বিভিন্ন জনের শোক॥ মুলাদীতে সর্বজনীন কল্যানে ইসলামী ব্যাংকিং শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল॥ প্রথম আলো’র সম্পাদকের উপর মামলার ঘটনায় সিলেট জেলা বিএনপির নিন্দা জামালগঞ্জে ব্যানার ফেস্টুন ছেড়ার হিড়িক থানায় জিডি দায়ের

রামগঞ্জে পারিবারিক স্বার্থে নির্মত হচ্ছে ব্রীজ জনস্বার্থে নয়!! জনগণের মাঝে চরম ক্ষোভ!!

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
  • ১৬৫৩ বার পড়া হয়েছে

রামগঞ্জে পারিবারিক স্বার্থে নির্মত হচ্ছে ব্রীজ জনস্বার্থে নয়!! জনগণের মাঝে চরম ক্ষোভ!!

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভিডিও প্রতিযোগিতা: বিস্তারিত ফেইসবুক পেইজে

 

 

 

 

রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতাঃ

 

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের জয়দেবপুর গ্রামের অনেক জাগায়ই দীর্ঘদিন ধরে যাতায়াতের জন্য খাল পার হচ্ছে এলাকাবাসী বাঁশের শাকু বা বাঁশ-কাঠ দিয়ে নির্মত ব্রীজ। সরেজমিন ঘুরে দেখা যায় জয়দেবপুর পূর্ব বাড়ি সংলগ্ন রাস্তার মাথা নামক স্থানে খালের উপর দিয়ে ঝুঁকিপূর্ণ বাঁশের শাকু দিয়ে প্রতিদিন পার হচ্ছে স্কুল মাদ্রাসার ছাত্র-ছাত্রী জয়দেবপুর কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লীসহ হাজার হাজার লোকজন এয়াড়াও জয়দেবপুর দোয়া বাড়ি সংলগ্ন খালের উপর দিয়ে ঝুঁকিপূর্ণ বাঁশের কাঠ দিয়ে নির্মত ব্রীজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজার হাজার লোক যাতায়াত করছে।

 

 

অথচ গত কয়েকবছর থেকে কয়েকটি ব্রীজ নির্মত হচ্ছে যাহা জনস্বার্থ বিবেচনানা করেই ব্যাক্তি বা পারিবারিক স্বাথে নির্মত হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারী ২০২২ইং) সকালে সরজমিনে গেলে দেখাযায়, দক্ষিণ জয়দেবপুর জনগণের যাতায়াত শূন্য এলাকায় এশটি ব্রীজের কাজশুরু হয়েছে।

 

 

ত্রাণ ও দূর্যোগ ব্যব¯হাপনা অধিদপ্তরের প্রায় ২৯ লাখ ২০ হাজার টাকা বরাদ্দে কাজটি শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সায়মা ট্রেডার্স। অথচয়তার ৫০ ফুটপূর্ব পাশে রয়েছে আরকটি ব্রীজ। বর্তমানে শুরু হওয়া ব্রীজের ১৫০ থেকে ২০০ ফুটপূর্ব দিকে গত ২০১৭/১৮ অর্থ বছরে প্রায় ২৬ লাখটাকা ব্যয়ে আরো এশটি ব্রীজ নির্মত হয়েছে। যে ব্রীজটি শুধু মাত্র নির্মান করা হয়েছে একজন ব্যাক্তির পরিত্যক্ত বাড়িতে আসা যাওয়া জন্য। অথচয় এর একটুপূর্ব পাশে অবস্থিত এশটি বাঁশের শাকু দিয়ে প্রতিদিন স্কুল মাদ্রাসার ছাত্র- ছাত্রীসহ হাজার হাজার লোকজন যাতায়েত করছে। সেই ব্রীজটি না করে একেরপর এক ব্যাক্তি স্বার্থে ব্রীজ নির্মত হচ্ছে। অনেকে ইধারণা করে বলছে যে, যার জন্য ব্রীজ নির্মিত হচ্ছে তাকে এসমস্ত ব্রীজ করার জন্য বহু টাকা দিতে হয়েছে। এব্যাপারে ¯হানীয় ইউপি চেয়ারম্যান শেখ সামছুল আলম বুলবুল বলেন, আমি চলিত মাসের ৩ তারিখে দায়িত্ব বুঝে নিয়েছি আমার দায়িত্ব নেওয়ার আগেই এই ব্রীজ অনুমোদন হয়েছে।

 

 

 

তবে কিভাবে তারা জনগণের যাতায়াত বিহীন এলাকায় ব্রীজ অনুমোদন দেয় তাহা আমার বোধগম্য নহে। অথচয় এর একটুপূর্ব পাশে এশটি ঝুকিপূর্ণ শাকু দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার লোকজন চলাচল করছে। সেখানে ব্রীজের অনুমোদননা দিয়ে বিপুল অংকের টাকার বিনিময়ে এক ব্যাক্তি স্বার্থে জনশূন্য এলাকায় ব্রীজটি কাজ শুরুকরে। উপজেলাপ্রকৌশলী মোঃ জুয়েল রানা বলেন, আমরা দেখেশুনেই অনুমোদন দিয়েছি তারপর ও আপনি আমার স্যারের সাথে কথা বলুন। উপজেলাপি আইও কর্মকর্তা দিলিপ দে বলেন, ¯হানীয় প্রতিনিধিদের চাহিদার পেক্ষিতে উক্ত প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

 

 

 

জনপ্রিয় সংবাদ

জেলা বিএনপিতে পাপলুর স্থগিত, দলীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ

রামগঞ্জে পারিবারিক স্বার্থে নির্মত হচ্ছে ব্রীজ জনস্বার্থে নয়!! জনগণের মাঝে চরম ক্ষোভ!!

আপডেট সময় ০৬:১৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২

 

 

 

 

রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতাঃ

 

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের জয়দেবপুর গ্রামের অনেক জাগায়ই দীর্ঘদিন ধরে যাতায়াতের জন্য খাল পার হচ্ছে এলাকাবাসী বাঁশের শাকু বা বাঁশ-কাঠ দিয়ে নির্মত ব্রীজ। সরেজমিন ঘুরে দেখা যায় জয়দেবপুর পূর্ব বাড়ি সংলগ্ন রাস্তার মাথা নামক স্থানে খালের উপর দিয়ে ঝুঁকিপূর্ণ বাঁশের শাকু দিয়ে প্রতিদিন পার হচ্ছে স্কুল মাদ্রাসার ছাত্র-ছাত্রী জয়দেবপুর কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লীসহ হাজার হাজার লোকজন এয়াড়াও জয়দেবপুর দোয়া বাড়ি সংলগ্ন খালের উপর দিয়ে ঝুঁকিপূর্ণ বাঁশের কাঠ দিয়ে নির্মত ব্রীজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজার হাজার লোক যাতায়াত করছে।

 

 

অথচ গত কয়েকবছর থেকে কয়েকটি ব্রীজ নির্মত হচ্ছে যাহা জনস্বার্থ বিবেচনানা করেই ব্যাক্তি বা পারিবারিক স্বাথে নির্মত হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারী ২০২২ইং) সকালে সরজমিনে গেলে দেখাযায়, দক্ষিণ জয়দেবপুর জনগণের যাতায়াত শূন্য এলাকায় এশটি ব্রীজের কাজশুরু হয়েছে।

 

 

ত্রাণ ও দূর্যোগ ব্যব¯হাপনা অধিদপ্তরের প্রায় ২৯ লাখ ২০ হাজার টাকা বরাদ্দে কাজটি শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সায়মা ট্রেডার্স। অথচয়তার ৫০ ফুটপূর্ব পাশে রয়েছে আরকটি ব্রীজ। বর্তমানে শুরু হওয়া ব্রীজের ১৫০ থেকে ২০০ ফুটপূর্ব দিকে গত ২০১৭/১৮ অর্থ বছরে প্রায় ২৬ লাখটাকা ব্যয়ে আরো এশটি ব্রীজ নির্মত হয়েছে। যে ব্রীজটি শুধু মাত্র নির্মান করা হয়েছে একজন ব্যাক্তির পরিত্যক্ত বাড়িতে আসা যাওয়া জন্য। অথচয় এর একটুপূর্ব পাশে অবস্থিত এশটি বাঁশের শাকু দিয়ে প্রতিদিন স্কুল মাদ্রাসার ছাত্র- ছাত্রীসহ হাজার হাজার লোকজন যাতায়েত করছে। সেই ব্রীজটি না করে একেরপর এক ব্যাক্তি স্বার্থে ব্রীজ নির্মত হচ্ছে। অনেকে ইধারণা করে বলছে যে, যার জন্য ব্রীজ নির্মিত হচ্ছে তাকে এসমস্ত ব্রীজ করার জন্য বহু টাকা দিতে হয়েছে। এব্যাপারে ¯হানীয় ইউপি চেয়ারম্যান শেখ সামছুল আলম বুলবুল বলেন, আমি চলিত মাসের ৩ তারিখে দায়িত্ব বুঝে নিয়েছি আমার দায়িত্ব নেওয়ার আগেই এই ব্রীজ অনুমোদন হয়েছে।

 

 

 

তবে কিভাবে তারা জনগণের যাতায়াত বিহীন এলাকায় ব্রীজ অনুমোদন দেয় তাহা আমার বোধগম্য নহে। অথচয় এর একটুপূর্ব পাশে এশটি ঝুকিপূর্ণ শাকু দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার লোকজন চলাচল করছে। সেখানে ব্রীজের অনুমোদননা দিয়ে বিপুল অংকের টাকার বিনিময়ে এক ব্যাক্তি স্বার্থে জনশূন্য এলাকায় ব্রীজটি কাজ শুরুকরে। উপজেলাপ্রকৌশলী মোঃ জুয়েল রানা বলেন, আমরা দেখেশুনেই অনুমোদন দিয়েছি তারপর ও আপনি আমার স্যারের সাথে কথা বলুন। উপজেলাপি আইও কর্মকর্তা দিলিপ দে বলেন, ¯হানীয় প্রতিনিধিদের চাহিদার পেক্ষিতে উক্ত প্রকল্প অনুমোদন দেওয়া হয়।