চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটর সাইকেল-পিকআপ ভ্যানের সংঘর্ষে মোটর সাইকেল চালক শামিম হোসেন (৩০) নিহত হয়েছে। শামিম হোসেন দামুড়হুদা উপজেলার লোখনাথপুর গ্রামের শাহাবুল হোসেনের ছেলে। বৃহস্পতিবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর মহা সড়কের দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজের অদুরে এই দুর্ঘনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শামিম হোসেন মোটর সাইকেল যোগে দামুড়হুদার দিকে আসছিল এসময় বিপরীত দিক থেকে আশা একটি পিকআপ ভ্যানের সাথে তার ধাক্কা লাগে। এতে সে পিচ সড়কের উপর সিটকে পড়ে মারাত্নক আহত হয়।
পথচারীরা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে বর্হিবিভাগের কর্মরত চিকিৎসক ডা: আফরিন আক্তার তাকে মৃত ঘোষনা করেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]