ফেনী জেলা প্রতিনিধিঃ জাহিদ হাসান চৌধুরী
বিশ্বনবী হযরত রাসূল সাঃ কে নিয়ে কটুক্তির ঘটনায় মাজলিসে ইশায়া’তে দ্বীনে হক্ব দাগনভূইয়ার নেতৃবৃন্দ কর্তৃক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
ভারতের ক্ষমতাসীন বিজেপি নেত্রী নুপুর শর্মা এবং নেতা নবিন কুমার জিন্দাল কতৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং কটুক্তিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী জানালেন ফেনী জেলাধীন দাগনভূইয়ায় পরিচালিত ক্বাওমী মাদরাসা শিক্ষা বোর্ড মাজলিসে ইশায়া’তে দ্বীনে হক্বের নেতৃবৃন্দ।
০৮ জুন ২০২২ ইং, রোজ বুধবার, সময় বাদ যোহর মাজলিসে ইশায়া’তে দ্বীনে হক্বের কার্যালয় দাগনভূইয়া আশরাফুল উলূম মাদরাসায় মাওলানা মমিনুল হক জাদিদ সাহেবের সভাপতিত্বে মুফতী ইউসুফ কাসেমী সাহেবের পরিচালনায় এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।উক্ত বৈঠকে ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতা-নেত্রী কতৃক আমাদের মসুলমান জাতির হৃদয়ের স্পন্দন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমান জাতির মা উম্মাহাতুল মুসলিমীন হযরত আয়েশা রাঃ কে নিয়ে কটুক্তি করায় বিশ্বব্যাপী মুসলমানদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে,যাহা নিভাতে পারবে না। আমাদের শরীরের প্রতিটি রক্তের ফোঁটায় নবিজীর ভালোবাসা বৃদ্ধ রয়েছে। আজকের এ বৈঠক হতে বিশ্বব্যাপী মুসলমান জাতির নিকট উদাত্ত আহবান নবী আঃ এর ইজ্জত রক্ষার্থে ভারতের সাথে সর্বপ্রকার সম্পর্ক চিহ্ন এবং ভারতের সকল প্রকার পণ্য বর্জন করে নবীর প্রতি ভালোবাসা ও ঈমানী দায়িত্ব পালন করে নবিজীর সুপারিশ পাওয়ার উপযুক্ত হই।
নেতৃবৃন্দ আরো হুশিয়ারী প্রদান করেন যে- যদি ভারত সরকার তাদেরকে গ্রেফতার পূর্বক কঠোর শাস্তি প্রদান না করে তবে পুরো বিশ্ব মুসলমানদের হৃদয়ের আগুনে ফেটে পড়বে। আন্দোলন সংগ্রামে ভারত সরকার দিশেহারা হয়ে যাবে। এবং বেসামাল পরিস্থিতি সৃষ্টি হবে।
বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোর মনঃ-ঃ মুসলিম নয় মুনাফিক তুই নবিজীর দুশমন।