মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জনশুমারী ও গৃহগণনা-২০২২ এর সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের ২য় ব্যাচের চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) সকাল ৯টায় উপজেলা রিসোর্স সেন্টার ৫৬ নং মঠবাড়িয়া মডেল সরকারি প্রথমিক বিদ্যালয় এ কর্মশালার আয়োজন করা হয়।
মঠবাড়িয়া পৌরসভা ও সদর ইউনিয়ন এর পরিসংখ্যানে দায়িত্বে থাকা (জোনাল অফিসার -০১) মোঃ ইয়াকুব আলী মোল্লা কর্মশালায়া অংশগ্রহণকারী সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ দেন। প্রতিদিন সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত আগামী ১২ই জুন এ প্রশিক্ষণ চলবে বলে জানা যায়। প্রশিক্ষনে সদর ইউনিয়নের ০৯ জন সুপারভাইজার ও ৪৯ জন তথ্য সংগ্রহকারী অংশগ্রহণ করে।
এবারই প্রথম ডিজিটাল ডিভাইস ট্যাবলেট ব্যবহার করে জনশুমারি কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে। প্রশিক্ষণ শেষে মাঠ পর্যায়ে মূল তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ১৫-২১ জুন মোট ৭ দিন ৬ষ্ঠ শুমারি সপ্তাহ হিসেবে বাস্তবায়ন হবে। শুমারি শুরুর আগে ১৪ জুন তারিখ দিবাগত রাত ১২টা শুমারি রেফারেন্স পয়েন্ট বা শূন্য মুহূর্ত ধরে গণনা শুরু হবে। তথ্যসংগ্রহকারীরা প্রত্যেক গৃহ, খানা ও ব্যক্তির তথ্য ট্যাবলেটের মাধ্যমে সংগ্রহ করবে।
উল্লেখ্য, প্রতি ১০ বছর পরপর জনসংখ্যার সঠিক হিসাব পেতে এ ধরনের শুমারি করা হয়। সর্বশেষ ২০১১ সালের আদমশুমারির হিসাবে দেশের মোট জনসংখ্যা ছিল ১৫ কোটি ২৫ লাখ। পরবর্তী সময়ে ২০২১ সালে দেশে আদমশুমারি বা জনশুমারি করার লক্ষ্য থাকলেও করোনা পরিস্থিতি ও ট্যাব কেনা জটিলতায় বারবার পিছিয়ে যায়।