মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় (৮ জুন) বুধবার জেলা তথ্য অফিসের সহযোগিতায় উপজেলা প্রশাসন আয়োজনে ইউএনও বহ্নি শিখা আশার সভাপতিত্বে নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু নগেন কুমার পাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহার পারভীন সুমি, থানা অফিসার ইনচার্জ পক্ষে এস আই খাদেমুল ইসলাম প্রমুখ।
নারী ও শিশু উন্নয়ন সম্পর্কে বক্তারা বলেন, বর্তমান সরকার সব সময় নারী ও শিশু উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আরো কাজ করবে। সরকার প্রতিটি ক্ষেত্রে নারীদের অগ্রাধিকারে ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।