বাগেরহাটের কচুয়ায় দুইদিন ব্যাপী বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন (বুধবার) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপি কতৃক আয়োজিত কচুয়া উপজেলা তন্ময় মিলনায়তনে ২ দিন ব্যাপী অনুষ্ঠিত বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। দুদিন ব্যাপী অনুষ্ঠিত এ সভায় উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল, উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ,কচুয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার দেবেন্দ্রনাথ সরকার, যুব উন্নয়ন অফিসার জাহিদুর রহমান,নারি ও শিশু অধিদপ্তরের কর্মকর্তা নাজমুন্নাহার, এপি ম্যানেজার তপন কুমার মন্ডল, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাংবাদিক সমীর বরন পাইক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,সমাজসেবা কর্মকর্তা সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, এনজি ও কর্মী,নিবন্ধিত শিশুর অভিভাবক, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, শিশু ফোরাম প্রতিনিধি, কচুয়া এপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা প্রমুখ অংশ নেয়।
এ দুদিন কচুয়া এপির পক্ষ থেকে বাজেট বিষয়ে আলোচনা ও কমিউনিটির কার্যক্রমের বিভিন্ন লক্ষ্য ও অর্জন সমূহ সকলের সামনে লিখিত ভাবে উপস্থাপন করা হয়।