সাইফুর নিশাদ, মনোহরদী ( নরসিংদী) প্রতিনিধি
মনোহরদীর পীরপুর ভাটিপাড়া গ্রামে মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকালের কোন এক সময় নিজ বসতঘরে এ কান্ডটি ঘটে। আত্মহত্যাকারী যুবকের নাম রুবেল (২২) তার পিতার নাম আলাল উদ্দীন।
গ্রামবাসী সূত্রে জানা যায়, বুধবার রুবেলের করোনার ভ্যাকসিন নেয়ার কথা ছিলো। এ জন্য ভোরে তাকে ডাকতে গিয়ে দরোজা বন্ধ ঘরে তার সাড়া না পেয়ে টিনের চালা খুলে ঘরে ঢুকে বাড়ীর লোকজন তার ফাঁস লটকে আত্মহত্যার বিষয়টি টের পায়। আত্মহত্যার কারন জানা যায়নি। মনোহরদী থানার ওসি ফরিদ উদ্দীন জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।