দ্বীপজয় সরকার ময়মনসিংহ প্রতিনিধিঃ
বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশ্নে আওয়ামীলীগের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ত্রিশাল উপজেলার কানিহারি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল্লাহ মন্ডল। দলটির ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে সাংবাদিকদের সাথে একান্ত সাক্ষাৎকারে এসব বলেন তিনি।
তিনি বলেন, আওয়ামীলীগকে দেশের অন্যতম প্রাচীন সংগঠন উল্লেখ করে বলেন, ভাষা, স্বাধিকার, গণতন্ত্র ও স্বাধীনতা অর্জনে মহোত্তম গৌরবে অভিষিক্ত আওয়ামী লীগের কয়েক দশকের অভিযাত্রায় শান্তি, সমৃদ্ধি ও দিন বদলের লক্ষ্যে অবিচল বাঙালি জাতির মুক্তির দিশারী। তিনি আরো বলেন করোনা মহামারিতে বিশ্ব যখন অচল সেসময় আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়েছেন। নিজস্ব অর্থায়নে দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। তিনি আরো বলেন, স্বাধীনতার পর দেশে যতগুলো দল দেশ স্বাধীন করেছে তার মধ্যে গণমুখী ও উন্নয়নের সরকার আওয়ামীলীগ। এই দলটি শুধুমাত্র দেশ ও মানুষের কল্যাণেই কাজ করে যাচ্ছেন।