স্টাফ রিপোর্টার নাটোর
“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গা থানা পুলিশের অভিযানে নাটোর সদর তেলকুপি এলাকায় ৫২ কেজি গাঁজাসহ দুই নারী আটক সহ একটি টাটা পিকআপ গাড়ি জব্দ করা হয়।
সোমবার (০৬ জুন) বিকেল সোয়া ৫ টায় নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে,নাটোর সদর উপজেলার তেলকুপি স্কুলপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-সদর উপজেলার তেলকুপি গ্রামের সাগর মোল্লার স্ত্রী সোনালী বেগম(২০) এবং একই গ্রামের বাবলু মোল্লার স্ত্রী নিলা বেগম (৪০)।
উক্ত মাদক বিরোধী অভিযানে, অংশগ্রহণ করেন নলডাঙ্গা থানার এসআই মোঃ মোশারফ হোসেন, এসআই মোঃ আজিজুল হক, এসআই আশীষ কুমার সান্যাল, এসআই ওমর ফারুক শিমুল, এসআই মোঃ মেহেদুল করিম, এসআই মোঃ আনোয়ার হোসেন।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নলডাঙ্গা থানার কালিগঞ্জ এলাকায় পুলিশ অবস্থান নেয়। এসময় একটি পিকআপ ভ্যানকে পুলিশ থামাতে বললে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের ধাওয়া দিলে পিকআপ ভ্যানটি নাটোর সদর উপজেলার তেলকুপি এলাকায় যায়। পরে তেলকুপি স্কুলপাড়ার সাগর মোল্লার বাড়ির গোয়াল ঘরে মাদক গুলো লুকিয়ে রাখে তারা। পরে পুলিশ তল্লাশি চালিয়ে ওই গোয়াল ঘর থেকে ৫২ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ফাঁকি দিয়ে মাদক বিক্রি করে আসছিল। এ বিষয়ে নাটোর সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।