সৈয়দ মাহবুবুর রহমান ঃঃ
দিনে দিনে মুন্সীগঞ্জ পৌরসভার মাটিতে ফেনসিডিল সেবনের ব্যবহার বেড়েই চলছে। মুন্সীগঞ্জের ইয়াং যুব সমাজ আজ ধ্বংসের পথে। মুন্সীগঞ্জের মাটিতে ১ বোতল ফেনসিডিল ২৫০০/ – থেকে ৩০০০/হাজার টাকায় বিক্রি হচ্ছে।
মুন্সীগঞ্জ পৌরসভার মাঠপাড়া এলাকায় ডিবি পুলিশের অভিযানে ৩ বোতল ফেনসিডিলসহ আলমগীর নামে একজনকে আটক করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদ ভিত্তিতে সোমবার বিকেল ৩ টার দিকে পৌরসভার মাঠপাড়া এলাকা থেকে আলমগীর প্রধানকে (২৭) আটক করা হয়। আটক আলমগীর পৌরসভার খাসকান্দি (রমজানবেগ) এলাকার জামাল প্রধানের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার মাঠপাড়া এলাকার আলমগীরের দোকানের সামনে থেকে ৩ বোতল ফেনসিডিলসহ আলমগীরকে আটক করা হয়। আলমগীর শহরের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ফেনসিডিল কেরি করে ফেনসিডিল সেবনকারীদের কাছে ৩০০/৪০০ টাকা লাভে ২৫০০/ থেকে ৩০০০/ টাকায় বিক্রি করত।
তিনি আরও জানান, ধৃত আসামির বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে। নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও আসামির বিরুদ্ধে সদর থানায় দুইটি চুরি মামলা রয়েছে বলে জানান তিনি।