প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৪, ৬:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৭, ২০২২, ৮:১২ পি.এম
শরণখোলার লোকালয় থেকে ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার
শেখ সোহেল, বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলার লোকালয় থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (০৭ জুন) দুপুরে শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের হায়দার আলীর বাড়ীর মুরগির খোপ থেকে অজগরটি উদ্ধার করেন বনরক্ষী, ভিটিআরটি ও সিপিজি সদস্যরা। পরে সুন্দরবন পূর্বি বন বিভাগের ধানসাগর ষ্টেশন সংলগ্ন বনে অজগরটি অবমুক্ত করা হয়েছে।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশন কর্মকর্তা মো. আবদুস সবুর বলেন যে, হায়দার আলীর বাড়ির মুরগির খোপে একটি অজগর হানা দিয়েছে এমন সংবাদের ভিত্তিতে বনরক্ষী ভিটিআরটি ও সিপিজি সদস্যরা অজগরটি উদ্ধার করে।
পরবর্তীতে অজগরটিকে বনে অবমুক্ত করা হয়। উদ্ধার হওয়া অজগরটি ১৫ ফুট লম্বা, তার ওজন ২০ কেজি।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।