মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
মনোহরদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী যুবকের ছুরিকাঘাতে এক যুবক খুন ও তার পিতাসহ ২ জন আহত হয়েছেন। ছুরিকাঘাতে আহত পিতা চিকিৎসার্থে ঢাকায় ভর্তি রয়েছেন। পুলিশ ঘাতকসহ ৩ জনকে আটক করেছে।
মনোহরদীর দৌলতপুর গ্রামে দুই প্রতিবেশীর সহপাঠিনী শিশু একজন আরেকজনের গায়ে খেলাচ্ছলে বিছুটি পাতা লাগিয়ে দেয়। একে কেন্দ্র করে সোমবার রাত ১০ টার দিকে একই গ্রামের গ্রামের মৃত শাহজহানের পুত্র সাইফুল (২২) ও তার কতিপয় সঙ্গীনি উত্তেজিত হয়ে একই গ্রামের সিরাজ উদ্দীনের মুদী দোকানের সামনে গিয়ে চিৎকার চেঁচামেচী করে শুরু করে।
এতে সিরাজ উদ্দীনের ভাতিজী পাপ্পি (২৬) তাদের নিবৃত্ত করতে চাইলে সাইফুল তাকে ছুরিকাঘাতে আহত করে। সেখানে উপস্থিত সিরাজ উদ্দীনের পুত্র রাকিব (২১) পাপ্পিকে বাঁচাতে গেলে সাইফুল তার সাথে থাকা ধারালো ছুরি রাকিবের বুকে বসিয়ে দেয়। এ সময় তাদের সাহায্যার্থে সিরাজ উদ্দীন এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাতে মারাত্মক আহত করে সাইফুল। প্রতিবেশীরা ছুটে এলে সাইফুল ও তার সঙ্গীনিরা পালিয়ে যায়। মারাত্মক আহত রাকিব, তার পিতা সিরাজ উদ্দীন ও আহত পাপ্পিকে চিকিৎসার্থে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
এখান থেকে আশঙ্কাজনক অবস্থায় রাকিবকে ঢাকায় প্রেরন করা হলে রাত সাড়ে ১১টার দিকে পথিমধ্যে রাকিবের মৃত্যু ঘটে। মারাত্মক আহতাবস্থায় সিরাজ উদ্দীন ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন। পাপ্পি বাড়ীতে চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে নিহত রাকিবের মা রেনুজা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
মনোহরদী থানার ওসি জানান, সোমবার রাতেই পুলিশের অভিযানে ঘাতক সাইফুল ও পরে আরো ২ আসামী গ্রেফতার হয়েছে।লাশ পোষ্ট মর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে।