পেকুয়া প্রতিনিধি :-
কক্সবাজারের পেকুয়ায় এতিম খানার শিক্ষকের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা ।
গতকাল (সোমবার) বিকেলে উপজেলার মগনামা ইউনিয়নের মাঝিরপাড়া গ্রামে এঘটনা ঘটে।
এসময় দুর্বৃত্তের হামলায় মগনামা শাহ রশিদিয়া মাদ্রাসার এতিমখানা বিভাগের শিক্ষকও মাঝির পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ রমজান আলী গুরতর আহত হন। স্থানীয়রা গুরুতর আহতবস্থায় ওই ইমামকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান৷
আহত ইমাম হাফেজ রমজান আলী অভিযোগ করে বলেন, তিনি মসজিদের নলকূপে পানি না উঠায় পাশ্ববর্তী একটি নলকুপ থেকে পানির জন্য গেলে একই এলাকার মৃত রশিদ আহমেদের পুত্র খোরশেদ আলম অতর্কিত হামলা চালায় ও মারধর করে। মারধরে তিনি গুরুতর আহত হয়েছেন বলে জানান।
এদিকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় মাদ্রাসা শিক্ষক ও ইমামেরা। তারা বলেন, একজন মসজিদের ইমাম ও এতিমখানার শিক্ষককে এভাবে শারিরীক লাঞ্চিত করার বিচার না হলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
এই ছাড়াও মাদ্রাসা শিক্ষকের উপর হামলার ঘটনায় শাহ রশিদিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্রছাত্রীরা ও নিন্দা জানিয়েছেন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আহতের স্বজনেরা।