মোঃ আব্দুল্লাহ বুড়িচং ।।
কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২২-২০২৩ সনের অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয় ইউনিয়ন পরিষদের হল রুমে। উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপজেলা নির্বাহি কর্মকর্তা হালিমা খাতুন এর নির্দেশে ৬ জুন সোমবার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মাস্টার। রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মাস্টার এর সার্বিক তত্ত্বাবধানে এবং সভাপতিত্বে বাজেট পেশ করেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আবুল কাসেম (রনি)। অপরদিকে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি কর্তৃক মানব সেবায় বিশেষ অবদান রাখায় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেমকে মানবাধিকার শান্তি পদক-২০২২ স্মারক ও সম্মাননা সনদ পত্র প্রদান করা হয়।
উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জিঃ মোঃ আল আমি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাছেল,রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান পারভেজ, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন চৌধুরী,বিশিষ্ট সমাজ সেবক আবদু ভূইয়া উরফে ইউনুস মিয়া, ইঞ্জিঃ সৈয়দ আহমদ, মোঃ নজরুল ইসলাম, মোঃ আবেদআলী সরদার, প্রধান শিক্ষক মোঃ আব্দুল গফুর, প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন। ইউপি সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে প্যানেল চেয়ারম্যান ডাঃ মোঃ হারুনুর রশিদ (জাহাঙ্গীর) মোঃ হুমায়ুন কবির(চড়নল),আবদুল ওহাব (জাপা),মোঃ মিজানুর রহমান, মোঃ হুমায়ুন কবির(লড়িবাগ) মোঃ বাবুল মিয়া, আবুল হোসেন, খাইরুল ইসলাম, মোঃ আবদুল মোমিন, সাবেক মেম্বার মোঃ উমর ফারুক,সাবেক মেম্বার মোঃ শাহিন উদ্দিন,সংরক্ষিত মহিলা মেম্বার আফরুজা পারভীন হেপী, হেলেনা বেগম ও পেয়ারা বেগম। এসময় রাজাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবারের বাজেটে ধরা হয়েছে ১ কোটি ৬৬ লক্ষ ৬৬ হাজার ১৩৮ টাকা। বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে রাস্তা নির্মাণ ও মেরামত, কৃষি খাত শিক্ষা সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজে।