মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতাঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমদাদুল হককে ৬ জুন সোমবার মাসিক কল্যাণ সভায় লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান (পিপিএম-সেবা) এ ঘোষণা দেন। এই নিয়ে টানা ৩য় বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।
এছাড়া একই থানার উপ পরিদর্শক সৈয়দ দেলোয়ার হোসেন জেলার শ্রেষ্ঠ উপ পরিদর্শক নির্বাচিত হয়েছেন। মে ২০২২ ইং মাসে রামগঞ্জ থানার অপরাধ নিয়ন্ত্রনে ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হকের নেতৃত্বে মাদকদ্রব্য উদ্ধার ও মাদক বিক্রেতা গ্রেফতার, সাজাপ্রাপ্ত ও পলাতক আসামী গ্রেফতারসহ আইনশৃঙ্খলা রক্ষায় উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখায় রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক কে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসাবে পুরুস্কৃত করা হয়।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান (পিপিএম-সেবা) রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক ও উপ পরিদর্শক সৈয়দ দেলোয়ার হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ধসঢ়;) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান পিপিএম, সহকারি পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী, আর. আই পুলিশ লাইন্স, আর. ও. আই, আর. ও সহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ সদস্য ও কর্মকর্তাবৃন্দ। উক্ত কল্যাণ সভায় জেলা পুলিশ সদস্যদের সুযোগ- সুবিধা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]