মাহফুজ হাসান,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ;
কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম পুলিশ সদস্যদের বাই-সাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৬০ জন গ্রাম পুলিশকে বাই-সাইকেল হস্তান্তর করা হয়।
সোমবার (০৬ ই জুন) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বাই-সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওসি মোহাম্মদ মাসুদ আলম, সিদলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, শাহেদল ইউপি চেয়ারম্যান মোঃ ফিরোজ উদ্দিন, পুমদী ইউপি চেয়ারম্যান আব্দুল কইযুম,হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জিত চন্দ্র শীল প্রমূখ।