সঞ্জীব কুমার সাহা, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালীর গলাচিপায় গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ ১ম সংশোধন শীর্ষক প্রকল্পের জিওবি কার্যক্রমের আওতায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলার ডাকুয়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা সিনিয়র তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মাহবুবুর রহমান। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, উপজেলা মেডিকেল অফিসার ডা. মেজবাহ উদ্দিন, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায় ও বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান।
এছাড়াও কর্মশালায় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষকসহ বিভিন্ন পেশার নারীরা উপস্থিত ছিলেন। ওরিয়েন্টেশন কর্মশালায় বক্তারা স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন গুজবে কান না দেওয়া, বাল্য বিয়ে রোধ, গৃহ গণনা, অটিজম শিশুর জন্মের কারণ সম্পর্কে বিশদ আলোচনা করেন।