প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৪, ৪:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২২, ৩:১৪ পি.এম
বগুড়া সান্তাহারে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
সজীব হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে ৩০ পিস ইয়াবাসহ মোহাম্মদ অভি (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে মাদক আইনে একটি মামলা দায়েরের পর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত অভি উপজেলার সান্তাহার পৌর শহরের বড় মালশন এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
জানা যায়, রোববার রাত ১০ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের চা বাগান জনৈক সুমনের ফার্নিচারের দোকান সংলগ্ন পাঁকা রাস্তার উপরে মোহাম্মদ অভি মাদক বেচাকেনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আদমদীঘি থানা একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয় যাহার মামলা নম্বর -০৬ তারিখঃ ০৬-০৬-২০২২ ইং দায়েরকৃত মামলায় অভিকে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।