সজীব হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহার রেল স্টেশনের টিকিটঘরের ছাউনীর নিচ থেকে মো. এসরাইল (৭০) নামের এক বৃদ্ধ ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত এসরাইল নওগাঁর সাপাহারের আলাদীপুর বাদচহেড়া গ্রামের আবেদ আলীর ছেলে। সোমবার দুপুরে নিহতের পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, তিন বছর ধরে ভিক্ষুক এসরাইল সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় ভিক্ষা করতেন এবং স্টেশন এলাকায় রাত্রী যাপন করতেন। গত কয়েক দিন আগে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। রবিবার সন্ধ্যায় টিকিটঘরের ছাউনীর নিচেই তিনি মারা যান। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, লাশটি উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে খবর দেয়া হয়। তাদের আবেদনের প্রেক্ষিতিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি হস্তান্তর করা হয়েছে।