মোঃ রিফাত ইসলাম,জেলা প্রতিনিধি ফরিদপুরঃ
ফরিদপুর জেলার জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিপুল ঘোষ, ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুর প্রেসক্লাবের-সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বর্তমান সরকারের সকল সাফল্যের মধ্যে একটি মহান সাফল্য পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন করা। আগামী ২৫শে জুন এটি উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানী ঢাকার সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সংযোগের মধ্যে দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে সর্বস্তরের জনগণ মনে করে।