আশরাফুর রহমান, স্টাফ রিপোর্টার মাদারীপুরঃ মাদারীপুরের কালকিনিতে আনসার-ভিডিপির উপজেলা সমাবেশ -২০২২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ শরফুজ্জামান।
কালকিনি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইমরান খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিল্টন বিশ্বাস, কালকিনি উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, কালকিনি থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম হোসেন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ আমিনুল হক মৃধা, কালকিনি আনসার-ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপক এফ. এম বাবুল আক্তার সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। উপজেলার প্রায় দুইশত আনসার-ভিডিপির সদস্যবৃন্দ সমাবেশে অংশগ্রহণ করেন। পরে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ বিশেষ অবদানের জন্য আনসার ভিডিপির সদস্যদের মাঝে ৫টি বাইসাইকেল, ১টি সেলাই মেশিন, ৬টি ছাতা,৪টি দেয়াল ঘড়ি, ৩টি টেবিল লাইট, ১০ টি মগ ও ৬ টি ফিন্নি সেট সহ মোট ৩৫ টি পুরস্কার প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]