মাহফুজ হাসান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
রবিবার (৫ই জুন) কিশোরগঞ্জের হোসেনপুরে, হোসেনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মানবিক নেতা কৃষিবিদ জনাব মশিউর রহমান হুমায়ুন।
হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন মড়ল সাহেবের চিকিৎসার জন্য ২ লক্ষ টাকার চেক, জিনারী ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সেলিম আহমেদ এর চিকিৎসার জন্য ২ লক্ষ টাকার চেক, হোসেনপুর পৌরসভার দক্ষিণ ধুলিহর এলাকার বাসিন্দা যুবলীগ নেতা মোঃ আব্দুল মোমেন সাহেবের চিকিৎসার জন্য ১ লক্ষ টাকার চেক, হোসেনপুর পৌরসভার পশ্চিম দ্বীপেশ্বর এলাকার বাসিন্দা ক্যান্সার আক্রান্ত মোঃ ওবায়দুল হক সাহেবের চিকিৎসার জন্য ১ লক্ষ টাকার চেক, হোসেনপুর পৌরসভার পূর্ব দ্বীপেশ্বর গ্রামের বাসিন্দা মোঃ মামুন মিয়ার চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার চেক, হোসেনপুর পৌরসভার ঢেকিয়া এলাকার বাসিন্দা হৈমন্তি হরিজন এর হাতে ৪০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়৷
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রাবেয়া পারভেজ, উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি জনাব জহিরুল ইসলাম নুরু মিয়া এবং সাধারণ সম্পাদক জনাব এম এ হালিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ মাসুদ আলম, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ৷