মনসুর আহমেদ, হবিগঞ্জ:- হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপির সৃষ্টি হয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএস আইয়ের হাত ধরে। এদের লক্ষ্যই হচ্ছে দেশের উন্নয়নবিরোধী কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা।
শনিবার (৪ জুন) বিকাল ৪ টায় হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির।
মাহবুব উল আলম হানিফ আরও বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচন নিয়ে কখনও টালবাহানা করেনি। আওয়ামী লীগ জনগণের সমর্থন নিয়ে বার বার ক্ষমতা এসেছে। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার নামে, আন্দোলনের নামে যদি দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চান, তাহলে বাংলার জনগণ অতীতের মতোই আবার উচিত শিক্ষা দিয়ে দেবে।
বিগত নির্বাচনগুলো খারাপ হয়েছে এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বর্তমান সরকারের পতন হবে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় হানিফ বলেন, ‘১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচন করে আপনারা রাষ্ট্র ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, দেশের জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ আপনাদেরকে ক্ষমতাচ্যুত করেছিল, ৫০ দিনের মাথায় আপনাদের টেনে-হিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছিলাম আমরা। আন্দোলন-সংগ্রাম করে সরকার পতনের ক্ষমতা আওয়ামী লীগ রাখে, কারণ আওয়ামী লীগের শিকড় এই বাংলার মাটিতে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ আজাদ ডন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সেলিম প্রমুখ।
সম্মেলনে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে এম এ মোতালিব ও সাধারণ সম্পাদক হিসেবে আব্দুর রহমান ও সাংগঠনিক হিসেবে সৈয়দ মঈনুল হক আরিফকে মনোনীত করা হয়।