প্রেস বিজ্ঞপ্তি
সীতাকুণ্ড সরকারের ব্যর্থতার শ্রেষ্ঠ উদাহরণ : নতুনধারা
সীতাকুণ্ডর কন্টেইনার ডিপোতে অগ্নীকান্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতের সুচিকিৎসা নিশ্চিতের দাবিয়ে এক বিবৃতিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ বলেছেন, সীতাকুণ্ড সরকারের ব্যর্থতার শ্রেষ্ঠ উদাহরণ। স্বরাষ্ট্র, স্বাস্থ্য থেকে শুরু করে সকল মন্ত্রণালয় যে কেবল নামকাওয়াস্তে রয়েছে, তার সর্বশ্রেষ্ঠ প্রমাণ মিললো এই অগ্নীকান্ডের মধ্য দিয়ে।
৫ জুন বিবৃতিতে ধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ আরো বলেন, সরকার উন্নয়নের রোল মডেলের যে গল্প শোনায় তা কেবল নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য। এই ব্যর্থতার হাত থেকে মুক্তি পেতে চলমান সরকারের অধিকাংশ মন্ত্রীকে অব্যহতি দিয়ে দক্ষ- যোগ্য ব্যক্তিদেরকে মন্ত্রী পরিষদে নিয়োগের এখনই সময়।
মোমিন মেহেদী শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং চট্টগ্রাম নতুনধারার নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানান আন্তরিকভাবে আহতদের পাশে স্বেচ্ছাসেবি হিসেবে নিয়োজিত থাকায়।