সংবাদ বিজ্ঞপ্তি
র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর থানাধীন এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল ০৪ জুন ২০২২ ইং তারিখ ১৭.২০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর থানাধীন ০২নং চান্দুরা ইউনিয়নের ঢাকা টু সিলেট গামী হাইওয়ে রাস্তার চান্দুরা পয়েন্টের “মেসার্স জিলানী ফিলিং স্টেশন” এলাকায় অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজা উদ্ধার পূর্বক ০২ জন গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা কুমিল্লা জেলার মুরাদনগর থানার কামাল্লা (সাহা বাড়ী) এলাকার বাসিন্দা রতন শাহার ছেলে সুজন শাহা (৩০) ও হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার পাতারিয়া এলাকার বাসিন্দা মৃত দিদার আলীর ছেলে মোঃ শফিক মিয়া (৪৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় অবৈধ গাঁজা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামীদের ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]