প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৪, ১১:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২২, ৯:৫১ পি.এম
ভোলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে আগুন থেকে রক্ষা পেতে প্রশিক্ষণ প্রদান ও আলোচনা সভা
আশিকুর রহমান শান্ত
ভোলা প্রতিনিধি
ভোলায় বিশেষ চাহিদা সম্পন্ন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে আগুন থেকে রক্ষা পেতে বিভিন্ন কৌশল এর বিষয়ে প্রশিক্ষণ প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ জুন) ভোলা প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম কবির এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ফায়ার স্টেশন মাস্টার মোঃ মিজানুর রহমান, ভোলার সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, কবিও সাংবাদিক মাকসুদুর রহমান, এনজিও কর্মকর্তা মোঃ মাহতাব উদ্দিন, দৈনিক আমাদের বাংলার সাংবাদিক রেজাউল করিম নিজাম ও ফায়ার সার্ভিস ফাইটার ম্যান মোঃ হেলাল উদ্দিন।
এসময় উপস্থিত ছাত্র-ছাত্রী ও অভিভাবক এবং সূধীজনের উদ্দেশ্য ফাইটার ম্যান মোঃ হেলাল উদ্দিন আগুন থেকে রক্ষা পেতে বিভিন্ন বিভিন্ন কৌশল, দূর্ঘটনায় থেকে রক্ষা পেতে প্রশিক্ষণ প্রদান করে বিভিন্ন ধরনের তথ্য ও প্রযুক্তি ব্যাবহার করার বিষয় সম্পর্কে ধারনা প্রদান করেন।
আলোচনা সভা শেষে উপস্থিত ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা এবং সূধীজনদের নিয়ে আগুন থেকে রক্ষা পেতে প্রশিক্ষণ এর বিষয় গুলো সম্পর্কে ধারনা প্রদান করায় ভোলা ফায়ার সার্ভিসের অফিসার ও কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।